এসেছে সাপলুডু’র দ্বিতীয় পোস্টার
প্রকাশিত : 06:16 AM, 21 September 2019 Saturday 520 বার পঠিত
????? ???????? ??????? ???????
সুদর্শন নায়ক আরিফিন শুভ। ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো নায়িকা বিদ্যা সিনহা মিমকে নিয়ে বড় পর্দায় আসছেন তিনি। ছবির নাম ‘সাপলুডু’।
এরই মধ্যে ছবির ট্রেলার দর্শকের মাঝে আগ্রহের তৈরি করেছে। সোশ্যাল মিডিয়াতে তারকা শিল্পীরা ছবিটির জন্য শুভ কামনা জানাচ্ছেন। চলতি বছরের সবচেয়ে আলোচিত ছবিটি আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে।
ছবির টিম নিয়মিতভাবে প্রচারণা চালাচ্ছেন। এবার প্রকাশ হলো ছবির দ্বিতীয় পোস্টার। সোশ্যাল মিডিয়াতে পোস্টারটি প্রকাশের পর থেকেই প্রশংসা পাচ্ছে। ছবির ফ্যান পেজের পাশাপাশি বিভিন্ন চলচ্চিত্রের গ্রুপে মিম-শুভর ছবির পোস্টারটি প্রশংসায় ভাসছে।
গেল বছরের ২৭ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবির শুটিং হয় ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বেশ কিছু লোকেশনে।
বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ছবিতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।