এমি মনোনয়ন পেলেন রাধিকা আপ্তে
প্রকাশিত : 06:33 AM, 21 September 2019 Saturday 542 বার পঠিত
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের জন্য সময়টা এখন শুধু উদযাপনের। হবেই না বা কেন? নেটফ্লিক্সের অ্যান্থলজি সিরিজ ‘লাস্ট স্টোরিজ’-এর জন্য একজন অভিনেত্রীর সেরা পারফরমেন্স বিভাগে আন্তর্জাতিক এমি পুরস্কারের জন্য মনোনীত হলে সময় তো উদযাপনেরই। এছাড়া সা¤প্রতিক কালে তার দুই ফিল্ম ‘আন্ধাধুন’ আর ‘প্যাডম্যান’-এর ভারতীয় জাতীয় পুরস্কার তো রয়েছেই। ভক্তদের বিশ্বাস এমি পুরস্কার রাধিকার ভাগ্যেই আছে।
এই মনোনয়নই প্রমাণ করল ভারতের সবচেয়ে দক্ষ অভিনেত্রীদের একজন তিনি। বলিউডেই নয় তিনি এখন হলিউডেও কাজ করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্রে তাকে নারী গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে। এই চলচ্চিত্রে তিনি নুর ইনায়েত খান ওরফে নোরা বেকারের ভূমিকায় অভিনয় করবেন। নুর ছিলেন বিমান বাহিনীর একজন অয়্যারলেস অপারেটর। ফরাসী রেজিস্ট্যান্সকে সহায়তা করার জন্য স্পেশাল অপারেশন একজিকিউটিভের সদস্য হিসেবে তিনি নাৎসি অধিকৃত ফ্রান্সে প্যারাসুটে অবতরণ করেন।
তিনি ছিলেন প্রথম মুসলিম বীর নারী। চলচ্চিত্রটি নির্মিত হবে শ্রাবণী বসুর লেখা ‘স্পাই প্রিন্সেস : দ্য লাইফ অফ নুর ইনায়েত খান’ অবলম্বনে। ফিল্মটি প্রযোজনা করবেন জাফর হাই এবং তাবরেজ নুরানি। রাধিকাকে আগামীতে বলিউডের ‘রাত আকেলি হ্যায়’ ফিল্মে নেওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে দেখা যাবে; ফিল্মটির কাজ স¤প্রতি লখনৌতে শেষ হয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।