এবার ভিন্নরূপে
প্রকাশিত : ০৫:২৭ AM, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার ২৭০ বার পঠিত
টিভি নাটকের জনপ্রিয় মডেল-অভিনেত্রী তানজিন তিশা। বিশেষ দিবসের নাটকেই তিশার উপস্থিতি বেশি থাকে। গত দুই ঈদে তার অভিনীত নাটকগুলোও ছিলো দর্শকপ্রিয়তার শীর্ষে। অন্যদিকে বিভিন্ন ধরনের চরিত্রে এই দুই ঈদেও নাটকগুলোতে দর্শকরা দেখেছেন তাকে। এসব নাটকে আগের থেকে অভিনয়ে আরো অনেক পরিণত মনে হয়েছে তিশাকে। এবার তারই ধারাবাহিকতায় আসছে দুর্গা পূজা উপলক্ষে একটি খণ্ড নাটকে অভিনয় করলেন এ অভিনেত্রী। নাটকের নাম ‘দুর্গা ও বনজ্যোৎস্নার গল্প’।
অনুরূপ আইচের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল। নাটকে লেখক স্বাগতমের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এছাড়া আরো আছেন শর্মিলী আহমেদ, জিয়াউল হাসান কিসলু প্রমুখ। তিশা বলেন, বেশ ভিন্নরূপে এখানে দেখা যাবে আমাকে।
আমার কাছে আলাদা আলাদা চরিত্রে কাজ করতে সব সময়ই ভালো লাগে। একই ধরনের কাজ করতে ভালো লাগে না। এটি সে রকমই একটি কাজ। আমার বিশ্বাস নাটকটি ভালো লাগবে সবার। পরিচালক সীমান্ত সজল জানান, ৮ই অক্টোবর রাত ৯টায় এ নাটকটি প্রচার হবে এনটিভিতে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।