এনজিওকর্মী নার্গিস ফখরি!
প্রকাশিত : ০৬:৩৫ AM, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার ২৫৬ বার পঠিত
বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী নার্গিস ফখরি। শুরুটা হলিউড দিয়ে হলেও বর্তমানে বলিউডে নিয়মিত কাজ করছেন। ২০১১ সালে রণবীর কাপুরের বিপরীতে ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করে বাজিমাত করেছেন। পরবর্তীতে মাদ্রাজ ক্যাফ ও মে তেরা হিরো সিনেমার মধ্যদিয়ে ভারতীয় চলচ্চিত্রাঙ্গনে নিজের জায়গা পাকাপোক্ত করেন।
সেই ধারাবাহিকতায় ২৩ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে নার্গিস ফখরি অভিনীত ‘তারবাজ’ সিনোমটি। এতে ফখরি প্রথমবারের মতো একজন এনজিও কর্মীর চরিত্রে অভিনয় করেছেন। তারবাজ সিনেমায় ফখরির বিপরীতে দেখা যাবে সুপারস্টার সঞ্জয় দত্তকে। সঞ্জয়ের সঙ্গে নার্গিসের এটিই প্রথম চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করেছেন গিরিশ মালিক ও প্রযোজনা করেছেন রাহুল মিত্র। জানা গেছে, সিনেমাটিতে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের দৃশ্য দেখানো হবে। এ বিষয় নার্গিস ফখরি ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমি সবসময় বলিউডে কাজ করে মজা পাই। তাই ভালো কাজের প্রস্তাব আসলে না বলি না। আমার ক্যারিয়ারে যে কয়েকটি ভালো কাজ রয়েছে তার মধ্যে ‘তোরবাজ’ একটি। এতোটা যত্ন ও মনোযোগ দিয়ে আগে কখনো কাজ করা হয়নি। আর সঞ্জয় দত্তের মতো নামি অভিনেতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। সেটে একবারের জন্যও মনে হয়নি, তার সঙ্গে এটিই আমার প্রথম কাজ।’
এদিকে প্রযোজক রাহুল মিত্র বলেন, ‘সব ঠিক ঠাক থাকলে ২৩ অক্টোবর মুক্তি দেয়ার পরিকল্পনা আছে। এখন আমরা প্রমোশনের পরিকল্পনা করছি।’ নার্গিস ফখরি কেন্দ্রীয় চরিত্রের পাশাপাশি বেশ কয়েকটি আইটেম গানেও দারুণ চমক দেখিয়েছেন। তার মধ্যে ধাতিং নাচ, ইয়ার না মিলে ও দেশি গার্ল বেশ জনপ্রিয়তা পেয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।