একা হয়ে পড়ছেন বুবলী
প্রকাশিত : ১১:৪৫ AM, ৫ অক্টোবর ২০১৯ শনিবার ১৬৩ বার পঠিত
চলচ্চিত্রের এই সময়ের শীর্ষ তারকা শাকিব খানের হাত ধরেই চলচ্চিত্রে আগমন ঘটে চিত্রনায়িকা বুবলীর। শুরু থেকেই একের পর এক হিট ছবি উপহার দেন শাকিব-বুবলী জুটি। শাকিব ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো নায়কের সঙ্গে অভিনয় করেননি বুবলী। এ কারণে অনেকেই তাকে শাকিবনির্ভর নায়িকা বলে আখ্যায়িত করেন। শুধু তাই নয়, কাজের বাইরেও দেশ-বিদেশে শাকিবের সঙ্গী হিসেবে দেখা গেছে তাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে পরিবেশ। শাকিব খান এখন নতুন নতুন নায়িকাদের সঙ্গে কাজ শুরু করেছেন। খুব শিগগিরই বলিউডের নারগিস ফকরির সঙ্গে নতুন একটি ছবি শুরু করবেন বলে জানিয়েছেন। এ কারণে অনেকটাই একা হয়ে পড়ছেন বুবলী।
তাকে নিয়ে অন্য কেউ সিনেমাও নির্মাণ করছেন না। বর্তমানে নির্মাণাধীন ‘একটু প্রেম দরকার’ ছাড়া বুবলির হাতে কোনো ছবি নেই। শাহীন সুমন পরিচালিত সিনেমাটির কাজও শেষ পর্যায়ে। অনেকেই ধারণা করছেন এ ছবির কাজ শেষ হওয়ার পর বেকার বসে থাকতে হবে তাকে। যদিও বুবলী বলেছেন, ‘সবাই যার যার যোগ্যতা দিয়ে কাজ করবে। আমি সবার সঙ্গেই কাজ করতে চাই। কেবলমাত্র শাকিব খানের নায়িকা হয়ে থাকতে হবে- এমন তো কোনো কথা নয়। একজন অভিনেত্রী কোনো নির্দিষ্ট গন্ডিতে বন্দি থাকতে পারে না।’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।