এই এক বিষয়েই তার ভয়
প্রকাশিত : ০৭:১৮ AM, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার ১০৬ বার পঠিত
জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের পাশাপাশি এখন হলিউডেও পরিচিত মুখ তিনি।
২০০৩ সালে দ্য হিরো: লাভ স্টোরি অব অ্যা স্পাই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন প্রিয়াঙ্কা। এরপর এইতরাজ, ৭ খুন মাফ, বারফি, ম্যারি কম’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি বেশ কয়েকটি সিনেমা প্রযোজনাও করেছেন তিনি।
তাহলে কি এবার পরিচালক হিসেবেও দেখা যাবে তাকে? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘এই বিষয় এলেই নার্ভাস হয়ে যাই। কারণ এতে অনেক দায়িত্ব। তবে অভিনয় থেকে ধীরে ধীরে প্রযোজনায় এসেছি এবং আশা করছি একদিন পরিচালনাও করব।’
প্রিয়াঙ্কা অভিনীত পরবর্তী সিনেমা দ্য স্কাই ইজ পিংক। এতে আরো অভিনয় করছেন ফারহান আখতার, জাইরা ওয়াসিম প্রমুখ।
জানা গেছে, মোটিভেশনাল স্পিকার ও লেখক আয়শা চৌধুরীকে নিয়ে তৈরি হয়েছে সিনেমাটির গল্প। মাত্র ১৩ বছর বয়সে পালমোনারি ফিব্রোসিস রোগে আক্রান্ত হন আয়শা। তার লেখা বইয়ের নাম ‘মাই লিটল এপিফ্যানিস’। সিনেমাটিতে আয়শা চৌধুরীর মা অদিতি চৌধুরীর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
দ্য স্কাই ইজ পিংক পরিচালনা করেছেন সোনালি বোস। সিনেমাটির সংলাপ লিখেছেন পিকু ও অক্টোবর সিনেমাখ্যাত জুহি চতুর্বেদী। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন—সিদ্ধার্থ রয় কাপুর, রনি স্ক্রুওয়ালা ও প্রিয়াঙ্কা চোপড়া। ১১ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।