উলিপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত : 10:38 PM, 31 August 2021 Tuesday 93 বার পঠিত
শাহীন মন্ডল,উলিপুর,কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগষ্ট) দুপুরে পৌর আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আনারুল ইসলাম আরজুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র মামুন সরকার মিঠু, জেলা আওয়ামীলীগের সদস্য আহসান হাবীব রানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মান্নান সরকার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, কানাডা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সালমান হাসান ডেভিড মারজান, ধামশ্রেনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাখিবুল হাসান সরদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জন মজুমদার ভোলা, উপজেলা যুবলীগের আহবায়ক জয়নাল আবেদীন, প্রমুখ।
পরে ১৫ আগষ্টের সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক উমর আলী মুন্সি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।