উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় করলেন নির্বাচন কমিশনার কবিতা খনম
প্রকাশিত : ১০:২২ PM, ৭ অক্টোবর ২০১৯ সোমবার ১৩৫ বার পঠিত
ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৪ ই অক্টোবর উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে ৭ অক্টোবর এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম, ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, জেলা নির্বাচন কর্মকতা রোকনুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে মহেশপুর ও কোটচাঁদপুর থেকে নারীসহ ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ১৩জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম, নির্বাচনের আচরণ বিধি লংঘন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই সাথে তিনি সবার সহযোগিতায় এ ৫ম ধাপের নির্বাচন অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।