ঈশ্বরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
প্রকাশিত : 04:10 PM, 19 May 2022 Thursday 110 বার পঠিত
মোঃ তানবীর হাসান, ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ
——————————————————–
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুতায়িত হয়ে আনোয়ার পারভেজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পারভেজ উপজেলার মাইজবাগ ইউনিয়নের পাছপাড়া গ্রামের আমিনুল ইসলাম আমিনের ছেলে ।
জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে, সেচপাম্প লাইনের খুঁটি পরিবর্তন করতে গিয়ে বিদ্যুতায়িত হন পারভেজ। পরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পারভেজের চাচা মোঃ সুলতান উদ্দিন জানান, পারভেজের একটি সেচ পাম্প রয়েছে। পাম্পের লাইনটি বাঁশের খুঁটির মাধ্যমে আনা হয়েছে। ওই খুঁটি ভেঙে যাওয়ায় পারভেজ গিয়েছিলে খুঁটি পরিবর্তন করতে। পরে অসতর্কতা বশতঃ উপরের কভারবিহীন মেইন লাইনে বাঁশ লেগে যায়।পরে বিদ্যুতায়িত হয়ে মারা যায় পারভেজ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।