ইশা ছাত্র আন্দোলন নারায়নগঞ্জ জেলার নয়া কমিটির শপথ গ্রহণ
প্রকাশিত : ০৪:৪৯ PM, ২৩ জানুয়ারী ২০২১ শনিবার ৬৩ বার পঠিত
“অধ্যয়নে বিস্তৃতি, আচরণে সৌহার্দ্য, ব্যক্তিত্বে পরিপক্কতা, পরিকল্পনায় দূরদর্শিতা , মেজাযে ‘দাঈ ইলাল্লাহ’ ও রুহানিয়্যাত চর্চার মধ্য দিয়ে হোক চূড়ান্ত বিপ্লবের ক্ষেত্র নির্মাণ।”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হচ্ছে ইশা ছাত্র আন্দোলন ২০২১ সেশনের অগ্রযাত্রা। তারই ধারাবাহিকতায় শুক্রবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় নারায়ণগঞ্জস্থ শিবু মার্কেটের আইএসসিএ মিলনায়তনে ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সভাপতি আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, শপথ অনুষ্ঠান, শুরা বৈঠক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জেলা সভাপতি আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান ২০২১ সেশনের ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও ১২ সদস্যের শুরা ঘোষণা করেন।
নতুন কমিটির সভাপতি আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান, সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আশরাফ আলী, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আবু বকর, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক আল-আমিন আজাদ, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাম্মাদ মাকসুদুল হাসান, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ আলী, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ সোহাগ আব্দুল্লাহ, কওমী মাদরাসা সম্পাদক আবু রায়হান প্রধান, আলিয়া মাদরাসা সম্পাদক ফরহাদ হোসাইন, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ জাহিদ হাসান
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ আবু সাঈদ, সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম ও মুহাম্মাদ মাহমুদুল হাসান।
শুরা সদস্যরা হলেন মুহাম্মাদ সোহাগ হোসাইন, শফিকুর রহমান রাহাত, মুহাম্মাদ সাইদুর রহমান, মুহাম্মাদ আবু বকর সিদ্দিক, মুহাম্মাদ মামুন মিয়া, মুহাম্মাদ কাউসার, মুহাম্মাদ কাউসার, মুহাম্মাদ ইমরান হোসেন, মুহাম্মাদ উসমান গণি, মুহাম্মাদ হাসান মাহমুদ, মুহাম্মাদ হোসাইন ও মুহাম্মাদ শরিফ হোসেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়নগঞ্জ জেলার সংগ্রামী সেক্রেটারী মাওলানা শাহ আলম কাঁচপুরী। তিনি দায়িত্বশীলদের বিগত দিনের কাজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিনে অারো এগিয়ে যাওয়ার জন্য গুরুত্বারোপ করেন এবং নবগঠিত কমিটির মঙ্গল ও সফলতা কামনা করেন এবং আগামী সকল প্রোগ্রামে ইশা ছাত্র আন্দোলনকে সহযোগিতা করার ইচ্ছা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়নগঞ্জ জেলার উপদেষ্টা অালী হোসেন কাজল মাস্টার, বাংলাদেশ মুজাহিদ কমিটি নারায়ণগঞ্জ জেলার ছদর মাওলানা মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ উমর ফারুক, ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সহ-সভাপতি মুহাম্মাদ জোবায়ের, সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি মুহাম্মাদ জাহাঙ্গীর কবীর, মাওলানা শামসুল আলম, মাওলানা ইমদাদুল হক, মুফতি শিব্বির আহমাদ, সাবেক সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক হাফেজ সারোয়ার হোসেন,ইশা ছাত্র অান্দোলন নারায়নগঞ্জ মহানগরের সভাপতি এম শফিকুল ইসলামসহ প্রমুখ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।