ইমরান এর স্বাধীনতা
প্রকাশিত : ০৭:০৮ PM, ২৪ মার্চ ২০২১ বুধবার ৪১ বার পঠিত
স্বাধীনতা দিবস উপলক্ষে জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল এর নতুন গান ‘স্বাধীনতা’ প্রকাশ পেতে যাচ্ছে আগামীকাল।
‘স্বাধীনতা হে স্বাধীনতা, লক্ষ প্রাণের বিনিময়ে, সব গৌরবে ওরা আমাদের লাল-সবুজের পতাকা’ এমন কথামালায় ‘স্বাধীনতা’ শিরোনামের এই গানটি লিখেছেন জামাল হোসেন। গানটিতে সুর ও সঙ্গীতায়োজন করেছেন গায়ক ইমরান নিজেই। সৈকত রেজার পরিচালনায় ভিডিও গানটি ২৫ মার্চ বেলা ৩টায় ইউটিউবে রঙ্গন মিউজিকের ব্যানারে প্রকাশ পাবে।
ইমরান জানান, ঢকার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসহ রাঙামাটি, মানিকগঞ্জ, নরসিংদী প্রভৃতি লোকেশনে গানটির চিত্রায়ণ করা হয়েছে। বুদ্ধিজীবি স্মৃতিসৌধ থেকে ভিডিওতে অংশ নিয়েছেন ইমরান। এছাড়া বাকি লোকেশনগুলো থেকে বিভিন্ন বয়সী ৪০ গান মানুষ ভিডিওতে অংশ নিয়েছেন, নেচেছেন।
গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘স্বাধানীতার ৫০ বছর সময়টা আমাদের জন্য অনেক বিশেষ। জামাল হোসেন ভাইয়ের কাছ থেকে গানটির প্রস্তাব পেয়ে তাই রাজি হয়ে যাই। আশাকরি সব দেশপ্রেমী মানুষের ভালো লাগবে।’
২০১৮ সালে বিজয় দিবস উপলক্ষে প্রকাশ পায় ইমরানের কণ্ঠে দেশের গান ‘বাংলাদেশ’। ‘জয় হবেই হবে’ এবং ‘বাংলাদেশ’ শিরোনামে দেশাত্মবোধক গান করে প্রশংসা কুড়ান ইমরান। এছাড়া আরও কিছু দেশাত্মবোধক গানে শোনা গেছে তার কণ্ঠ। এবারের স্বাধীনতা দিবসকে সামনে রেখে আরও দুটি গানেও অন্য শিল্পীদের সঙ্গে গেয়েছেন ইমরান।
শুভ্র/বিনোদন
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।