ইবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত : ০৭:৩৮ PM, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার ১৪২ বার পঠিত
আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এ আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর জন্ম বার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে ইবি প্রশাসন। এর অংশ হিসেবে শুক্রবার দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, সহকারী প্রক্টর ড. নাসিমুজ্জামান, নাসির উদ্দিন আজহারী, শাখা ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদ, ফয়সাল সিদ্দিকী আরাফাতসহ অনান্য নেতাকর্মীরা।
মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. আ স ম শোয়াইব আহমদ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।