ইবিতে জেল হত্যা দিবস পালিত
প্রকাশিত : ০৯:৪৮ AM, ৪ নভেম্বর ২০১৯ সোমবার ১১৭ বার পঠিত
ইবি প্রতিনিধি:
জেল হত্যা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শোক র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্তর থেকে শোক র্যা লি শুরু হয়।
ইবি প্রশাসনের উদ্দোগে শোক র্যা লিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে আলোচনা সভায় মিলিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তা রাজিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা ও ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ।
শোক র্যা লি ও আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শোক র্যালি ও আলোচনা সভায় শাখা ছাত্রলীগের কোন নেতা-কর্মী উপস্থিত ছিলেন না।
আলোকিত সকাল/রিপন
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।