ইন্দোনেশিয়ায় চলছে দাঙ্গা : নিহত বেড়ে ২৭
প্রকাশিত : ০৫:৪৬ AM, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার ২৭৪ বার পঠিত
এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে সৃষ্ট দাঙ্গায় শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৭ জনে। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে বেশ কিছু বেসামরিক।
সোমবার (২৩ সেপ্টেম্বর) অঞ্চলটিতে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন প্রদেশটির এক সামরিক মুখপাত্র।
ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি নিউজ’ জানায়, এবারের দাঙ্গায় জয়পুরা শহরে অন্তত তিন শিক্ষার্থী এবং এক সেনার মৃত্যু হয়। তাছাড়া ওয়ামেনা শহরে ১৬ বেসামরিকের প্রাণহানি হয়েছে।
বিশ্লেষকদের মতে, পূর্বাঞ্চলীয় প্রদেশটিতে গত আগস্টের ১৯ তারিখ থেকে দাঙ্গা শুরু হয়। ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে পাপুয়া অঞ্চলের শিক্ষার্থীদের সঙ্গে বর্ণবাদী আচরণ করায় এবং তাদের যথাযথ সম্মান না দেয়ায় মূলত দাঙ্গাটির সূত্রপাত ঘটে।
যেখানে অংশ নেওয়া জনগণ বেশ কয়েকটি ভবনে আগুন ধরিয়ে দেয়। এবারের দাঙ্গায় পাপুয়া প্রদেশ থেকে এখন পর্যন্ত কোনো ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।