ইতালিতে রোমাঞ্চে মেতেছেন অনন্ত-বর্ষা
প্রকাশিত : ০৫:২৭ AM, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার ২৮৬ বার পঠিত
অনন্ত, বর্ষা, বিবাহবার্ষিকী, ইতালি, রোমাঞ্চ
ঢালিউডের আলোচিত তারকা দম্পতি চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষার বিবাহ জীবনের ৮ বছর পূর্ণ হয়েছে। আর অষ্টম বিবাহবার্ষিকী উদযাপন করতে বর্তমানে ইতালির রোমে অবস্থান করছেন তারা। দুই সন্তানকে সঙ্গে নিয়ে মধুর সময় কাটাচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনন্ত লেখেন, আলহামদুল্লিলাহ, আমাদের বিবাহিত জীবনের ৮ বছর পূর্ণ হলো। আমাদের জন্য দোয়া করবেন। অনন্ত জলিল ও বর্ষা।
প্রেমের সম্পর্কের মাধ্যমে ২০১১ সালে মালাবদল করেন অনন্ত জলিল ও বর্ষা। এই তারকা দম্পতির ঘরে বর্তমানে দুই ছেলে সন্তান আছে।
২০১০ সালে নিজের প্রযোজিত ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে বড় পর্দায় অভিষেক হয় অনন্ত জলিলের। এরপর হৃদয় ভাঙা ঢেউ, দ্য স্পিড, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম টু ও নিঃস্বার্থ ভালোবাসা সিনেমায় অভিনয় করেছেন তিনি। দ্য স্পিড ব্যতিত সবগুলো ছবিতে বর্ষা তার নায়িকা ছিলেন। কথিত আছে, বর্ষাকে অধিক ভালোবাসার কারণে তার বিপরীতে অন্য কাউকে নায়ক হিসেবে দেখতে চান না অনন্ত। এজন্য বর্ষা অভিনীত সবগুলো ছবিতে নায়ক হয়েছেন অনন্ত। বর্তমানে যৌথ প্রযোজনার ছবি ‘দিন: দ্য ডে’ সিনেমায় অভিনয় করছেন অনন্ত-বর্ষা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।