ইংল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্বে ইয়ান বেল!
প্রকাশিত : ০৬:৫৩ AM, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার ১২৮ বার পঠিত
ইংল্যান্ডের সাবেক টপ অর্ডার ব্যাটসম্যান ইয়ান বেল এবার নিজ দেশের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কোচ। যদিও এখনো ক্রিকেটকে বিদায় জানানি এই তারকা। ২০২০ সালে নতুন করে মাঠে নামার আগে চেখে দেখবেন কোচিং ক্যারিয়ারটাও।
গত বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে ইংলিশরা সপ্তম স্থানে থেকে আসর শেষ করে। এবার তাই দলটি ঘুরে দাঁড়াতে মরিয়া। বিশেষ করে জাতীয় দল বিশ্বকাপ জেতার পর বয়সভিত্তিকেও সাফল্য পেতে চায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরই ধারাবাহিকতায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের দল নিয়ে ব্যাটিংয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে বেলের ঘাড়ে।
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ১১৮টি টেস্ট, ১৬১টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া লিস্ট এ ক্যাটাগরির ৩১৮টি ম্যাচ খেলার সমৃদ্ধ পরিসংখ্যান আছে একসময়ের সাড়া জাগানো এই ডানহাতি ব্যাটসম্যানের।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।