আড়িয়ালখাঁর ভাঙনে বিলীন হচ্ছে বৈরাগীচর-রামদি গ্রাম
প্রকাশিত : ০৫:১০ AM, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার ২৭৩ বার পঠিত
কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীচর গ্রামটি আড়িয়ালখাঁ নদীর ভাঙনে মুছে যাচ্ছে মানচিত্র থেকে। উপর্যুপরি ভাঙনের কবলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে গ্রামটি এখন বিলুপ্তির পথে। নদীভাঙনে এ পর্যন্ত সহস্রাধিক ঘর এবং শত শত একর জমি পানিতে বিলীন হয়ে গেছে। ফসলি জমি হারিয়ে বহু কৃষক এখন জীবন রক্ষার্থে দিনমজুরের কাজ করতে বাধ্য হচ্ছে। আবার অনেকেই গ্রাম ছেড়ে চলে গেছেন অন্যত্র। সম্প্রতি শুরু হয়েছে নদীটির খনন কাজ।
আড়িয়ালখাঁ নদী খনন প্রকল্পের প্রকল্প পরিচালক লে. কর্নেল হায়াত জানান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ভুল জরিপের কারণে মূল নদী খননের বিষয়টি উঠে আসেনি। যা খনন কাজে নদীভাঙনে এলাকার মানুষের মাঝে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। এ ব্যাপারে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে আমরা ঐ এলাকাটুকু ছেড়ে দিয়েছি পানি উন্নয়ন বোর্ডের কাছে। বিষয়টি এখন তারাই দেখবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।