আসছে সাব্বির আহমেদ হৃদয়ের নির্মিত প্রিন্স মিলনের “মৃত লাশ ২”
প্রকাশিত : 11:14 PM, 22 July 2022 Friday 118 বার পঠিত
বর্তমান সময়ের তরুণ মেধাবী ও জনপ্রিয় মিউজিক ভিডিও ডিরেক্টর সাব্বির আহমেদ হৃদয়।যার হাত ধরে নির্মাণ হয়েছে অসংখ্য মিউজিক ভিডিও।
শুধু তাই নয় বাংলাদেশের একজন পরিচিত মুখ সাব্বির আহমেদ হৃদয়।সম্প্রতি এন এইচ প্রোডাকশন এর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হতে যাচ্ছে সাব্বির আহমেদ হৃদয়ের নির্মিত মিউজিক্যাল ফিল্ম ” মৃত লাশ ২”।
“মৃত লাশ 2” গানটি গেয়েছেন বর্তমান সময়ের তরুণ মেধাবী কণ্ঠশিল্পী প্রিন্স মিলন।সম্প্রতি বেশকিছু গানের মাধ্যমে প্রশংসাই ভাসছেন এই তরুণ উদীয়মান কণ্ঠশিল্পী প্রিন্স মিলন।
গানটি লিখেছেন ও সুর করেছেন প্রিন্স মিলন নিজেই, গানটিতে মিউজিক দিয়েছেন বর্তমান সময়ের সাড়া জাগানো সংগীত পরিচালক অনিম খান।গানটিতে খুব সুন্দর একটি মিউজিক ভিডিও ধারন করা হয়েছে।
গানটির মিউজিক ভিডিওতে অভিনয়ে ছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় টিকটক স্টার ও অভিনেতা মির হাসিব, নওরিন ও নুর আলিপ।গানটির মিউজিক ভিডিও নির্মানে ছিলেন সাব্বির আহমেদ হৃদয়।
এ প্রসঙ্গে সংগীত পরিচালক অনিম খান বলেন,মিলন বরাবরই ভালো গাওয়ার চেস্টা করে এবারো তাই করেছে গানটি খুবই ভালো হয়েছে।আশা করি গানটি সকলের মনে জায়গা করে নিবে।
এ বিষয়ে কন্ঠশিল্পী প্রিন্স মিলন আরও বলেছেন,আমি মনে করি এটি আমার জিরনের বেষ্ট একটি কাজ।আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো গাইতে।গানটি বর্তমান প্রজন্মের জন্য গান’টি গেয়েছি এবং মিউজিক ভিডিও সহ ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি, সব কিছু মিলিয়ে ভালো কিছু উপহার দিতে চাই।আমাদের জন্য সকলে দোয়া করবেন,আপনাদের দোয়া এবং ভালবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই পরিশেষে বাংলা গান শুনুন এবং শ্রদ্ধাতার সঙ্গে সাথে থাকুন (ধন্যবাদ)।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।