আসছে আরও ছয়টি তেলবাহী জাহাজ
প্রকাশিত : ০৬:৩৯ AM, ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার ৩০৬ বার পঠিত
আরও ছয়টি তেলবাহী জাহাজ আনছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। চীন সরকারের ঋণ সহায়তায় এসব জাহাজ আনা হবে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিএসসির উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক বৈঠকে এতথ্য জানানো হয়।
জানা যায়, ছয়টি তেলবাহী জাহাজ সংগ্রহের প্রক্রিয়া চলছে। এগুলোর মধ্যে দু’টি ক্রুড অয়েল মাদার ট্যাংকার, দু’টি প্রোডাক্ট অয়েল মাদার ট্যাংকার ও দু’টি মাদার বাল্ক ক্যারিয়ার। এ কাজে ঋণ সহযোগিতা করছে চীন।
এর আগে সংগৃহীত ছয়টি জাহাজ থেকে এ বছরের আগস্ট পর্যন্ত ১৪০ কোটি ৭৭ লাখ টাকা আয় হয়েছে। জাহাজগুলোর মধ্যে তিনটি বাল্ক ক্যারিয়ার ও তিনটি প্রোডাক্ট অয়েল ট্যাংকার। বাল্ক ক্যারিয়ারগুলো গত বছরের ২৭ জুলাই, ১০ অক্টোবর ও ৩০ ডিসেম্বর এবং প্রোডাক্ট অয়েল ট্যাংকারগুলো এ বছরের ২৫ জানুয়ারি, ১ মার্চ ও ২৫ মে বিএসসির বহরে যুক্ত হয়।
এসব জাহাজ সংগ্রহে ব্যয় হয়েছে ১ হাজার ৬৩৭ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে চীনের ঋণ সহায়তা ১ হাজার ৫২৭ কোটি ৬৬ লাখ টাকা ও বাংলাদেশ সরকারের ব্যয় ১০৯ কোটি ৪৯ লাখ টাকা।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ ও বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর ইয়াহইয়া সৈয়দ।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।