আল্টিমেটাম পরবর্তী সিদ্ধান্ত নেয়নি ঢাবির আন্দোলনকারীরা
প্রকাশিত : ০২:১০ PM, ২৩ ফেব্রুয়ারী ২০২১ মঙ্গলবার ৪২ বার পঠিত
মার্চের ১ তারিখের মধ্যে হল খোলার দাবিতে দেওয়া ৭২ ঘণ্টার আল্টিমেটাম পরবর্তী সিদ্ধান্ত নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানতে চাইলে আন্দোলনকারীদের মুখপাত্র জোনায়েদ আলম একথা জানান।
বাংলানিউজকে তিনি বলেন, আমাদের আল্টিমেটাম এখনো বহাল আছে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে আমরা সবাই বসবো। প্রশাসনের সঙ্গেও কথা বলবো। তারপর আমরা আনুষ্ঠানিকভাবে জানাবো।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।