আরামবাগ চ্যাম্পিয়ন্স লীগ-২ এর গ্রুপ পর্বের লটারি অনুষ্ঠিত
প্রকাশিত : 07:36 PM, 10 October 2021 Sunday 313 বার পঠিত
শহিদুল ইসলাম : ঢাকার মতিঝিলের ঐতিহ্যবাহী আরামবাগ এলাকার আরামবাগ চ্যাম্পিয়ন্স লীগ (এসিএল)-২ এর গ্রুপ পর্বের লটারি অনুষ্ঠিত হয়েছে। এবারে মোট ১০টি দল খেলায় অংশ গ্রহন করবে।
দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলাটি অনুষ্ঠিত হবে। প্রত্যেক গ্রুপে ৫টি করে দল থাকবে এবং প্রত্যেক দলই ৪টি করে ম্যাচে অংশগ্রহণ করবে। পয়েন্ট এর হিসেবে সেমি ফাইনালে উঠবে বলে আয়োজকবৃন্দ মত প্রকাশ করেন। এই লীগের মুল আকর্ষন ছিলো ড্রাফট এর মাধ্যমে দল গঠন করা। যা অন্যান্য এলাকার খেলা থেকে এটি সম্পূর্ণ আলাদা যা এই লীগকে প্রাণবন্ত করেছে।
খেলা শুরু হবে আগামী ১৫ অক্টোবর, শুক্রবার সকাল ৭টায়। আলোকিত সকাল এবং মাদ্রাসা একাদশ দিয়ে লিগ শুরু হবে। লীগের আয়োজকবৃন্দ অত্যন্ত সুন্দর পরিবেশে খেলা সম্পন্ন করার যথাসাধ্য চেষ্টা করার অভিপ্রায় প্রকাশ করেছে। দৈনিক আলোকিত সকাল খেলার মিডিয়া পার্টনার হিসেবে আয়োজনের সাথে রয়েছে। আরামবাগ চ্যাম্পিয়ন্স লীগের সকল খবরা খবর প্রচার করবে দৈনিক আলোকিত সকাল।
এ গ্রুপের দলগুলো – আলোকিত সকাল, আরামবাগ সানরাইজার্স, ইউনাইটেড আরামবাগ, মাদ্রাসা একাদশ, ধানসিড়ি বয়েজ।
বি গ্রুপের দলগুলো – আরামবাগ ভাইপার্স, আরামবাগ ভোল্টস, আরামবাগ স্পার্টান্স, আরামবাগ সুপার চার্জার্স, আরামবাগ এক্সপ্রেস।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।