আমির খানের প্রেমিকা কারিনা!
প্রকাশিত : ০৫:০২ AM, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার ১২৫ বার পঠিত
আমির খান ও কারিনা কাপুর একে অপরের প্রেমে পড়েছেন। তবে বাস্তবে নয়, তাদের নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’তে দেখা যাবে। সম্প্রতি ‘লাল সিং চাড্ডা’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছেন আমির খান। এই সিনেমায় প্রথমে আমির খানের ছোটবেলার বন্ধু এবং পরে প্রেমিকা হিসেবে অভিনয় করবেন কারিনা কাপুর খান।
ভারতের মোট ১০০টি জায়গা জুড়ে লাল সিং চাড্ডার শুটিং করা হবে। ইতোমধ্যে পাঞ্জাবে প্রথম অংশের শুটিং শুরু করে দিয়েছেন আমির খান। কয়েকদিনের মধ্যেই আমিরের সঙ্গে শুটিংয়ের সেটে যোগ দেবেন কারিনা। এই সিনেমার জন্য আমির খান এরই মধ্যে ২০ কেজি ওজন কমিয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।