আফগানিস্তানের নতুন কোচ ল্যান্স ক্লুজনার
প্রকাশিত : ০৭:৪৩ PM, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার ২৭০ বার পঠিত
আগামী নভেম্বরে আফগানিস্তানের উইন্ডিজ সফর। এই সফরের আগেই দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এর আগে সাবেক প্রধান কোচ ফিল সিমন্সের বিদায় নিশ্চিত হওয়ার পরেই এই ঘোষণা দিল আফগান ক্রিকেট বোর্ড।
আফগানিস্তানের কোচ পদে মোট ৫০টি আবেদন জমা পড়েছিল। তাদের মধ্যে ক্লুজনারকেই বেছে নেয় আফগানিস্তানের কোচ নির্বাচন কমিটি। সাবেক এই প্রোটিয়া তারকা কোচিংয়ের লেভেল ফোর সার্টিফিকেটধারী। আগামী নভেম্বরে আফগানদের উইন্ডিজ সফর দিয়ে শুরু হবে তার প্রথম পরীক্ষা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।