আদমদিঘীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
প্রকাশিত : ০২:০০ PM, ১৮ জানুয়ারী ২০২১ সোমবার ৪২ বার পঠিত
গোলাম রব্বানী দুলাল, আদমদিঘী উপজেলা প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে ছাতিয়ানগ্রাম সড়কের ডহরপুর নামক স্থানে ঘটনাটি ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক আদমদিঘী সদর ইউপির ডহরপুর এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।
জানা যায়, আবু বক্কর সিদ্দিক প্রতিদিনের ন্যায় কাজ শেষ করে ছাতিয়ানগ্রামের সড়ক দিয়ে বাড়িতে ফিরছিলো। ঠিক ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের ধাক্কায় দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে
গুরুতর অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদমদিঘী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ওই ট্রাক্টর ও চালককে শনাক্ত করার তৎপরতা চালানো হচ্ছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।