আখাউড়ায় বৃদ্ধের রহস্যজনক মৃতদেহ উদ্ধার
প্রকাশিত : ০৫:৫৮ PM, ৭ অক্টোবর ২০১৯ সোমবার ২০৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ সোমবার সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গ্রিশনগর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
তবে বৃদ্ধের মৃত দেহটি গলার পিছন দিকে চাদর দিয়ে রহস্যজনক ভাবে ফাঁসিতে ঝুলানো অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।
মৃত ব্যক্তির নাম আব্দুল হক (৭০)। তিনি উপজেলার ওই গ্রামের বাসিন্দা মৃত আজম উদ্দিনের ছেলে।
নিহত আব্দুল হক মিয়ার ছেলে মনির হোসেন (৪০), কাউছার মিয়ার (৪৫) অভিযোগ, চাচা ও চাচাত ভাইদের সঙ্গে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। চাচা কাদির মিয়া ও চাচাত ভাই মিলন মিয়া পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যার পর গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে।কিন্ত কাদির মিয়া ও মিলন মিয়া তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে তারা বলেন, আমরা তার মৃত্যুর বিষয়ে কিছুই জানিনা। একমাত্র আল্লাহ জানেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক ব্যক্তি জানান, বয়োবৃদ্ধ আব্দুল হক মিয়া শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। স্বাভাবিক ভাবেই রাতে তার মৃত্যু হয়। পরে তার ছেলেরা প্রতিপক্ষকে ফাঁসাতে বাড়ির পাশে গাছে ঝুলিয়ে দিয়ে হত্যার নাটক সাজিয়েছে।
নিহত আব্দুল হক মিয়ার স্ত্রী সাফিয়া বেগম বলেন, রোববার দিবাগত রাত ৩ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় তার স্বামী আব্দুল হক। দীর্ঘক্ষণ পরেও ফিরে না আসায় ছেলেদের নিয়ে খোজাঁখুজি করে বাড়ির পাশে একটি কাঁঠাল গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
লাশ উদ্ধারকারি কর্মকর্তা এসআই নিতাই চন্দ্র দাস জানান,মরদেহের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। এটি হত্যা নাকি আত্মহত্যা—বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।