আখাউড়ায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ আটক ১০
প্রকাশিত : ০৮:০৪ PM, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার ১৭৯ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন অভিযোগে ১০জনকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আখাউড়া থানা পুলিশ তাদের আটক করেন। আটককৃতরা হলো তপন পাল, আব্দুর রউফ, বাহার মিয়া, শরীফ, সুভাষ, ইসমাঈল,জাফর, সাইমুর, রিপন ও হাকিম।
আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী আটকের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন,আটককৃতদের আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।