আইন-শৃঙ্খলা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত : 03:24 AM, 26 September 2019 Thursday 508 বার পঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গ-কন্যা, জননেত্রী শেখ হাসিনার ঘোষনা (ধর্ম যার যার, উৎসব সবার) অনুযায়ী গাজীপুর মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইনচার্জ জনাব আকবর আলী খান সাহেবের সভাপতিত্বে আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০১৯ খ্রিঃ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর কাশিমপুর (নামাবাজার) কালিমাতা বাড়ী প্রাঙ্গনে আইন-শৃঙ্খলা ও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ সোহরাব হুসাইন। আরও উপস্থিত ছিলেন কাশিমপুর ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দবির সরকার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মীর আসাদুজ্জামান তুলা, কাশিমপুর থানা আওয়ালীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি সায়মন সরকার, পূজা কমিটির সভাপতি, সেক্রেটারী বৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।