অপ্রতিরোধ্য লিভারপুল
প্রকাশিত : ০৮:০৬ AM, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার ২৫৯ বার পঠিত
ইংলিশ প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে লিভারপুল। ৬ ম্যাচের প্রতিটিতে জিতেছে অল রেডরা। রাতে চেলসিকে ২-১ ব্যবধানে হারিয়েছে গত মৌসুমে দ্বিতীয় হওয়া দলটি। এদিকে রাতে অপর ম্যাচে আর্সেনাল ৩-২ ব্যবধানে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে। লিভারপুল ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি থেকে ৫ পয়েন্ট লিডে রয়েছে তারা। ম্যানচেস্টার ইউনাইটেড অবশ্য ২-০ গোলে ওয়েস্টহ্যামের কাছে হেরেছে।
স্টামফোর্ড ব্রিজে ১৪ মিনিটে লিভারপুলকে গোল এনে দেন আলেকজান্ডার আর্নল্ড। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলের ফিরমিনো। চেলসির গোল করার মত ফুটবলারের মনে হয়েছে বড়ই অভাব। মাঝমাঠের ফুটবলার এনগোলো কান্টে একটি গোল করেন একেবারে নিজ প্রচেষ্টায়।
লিভারপুল গত মৌসুমে প্রিমিয়ার লিগ জিততে না পারলেও চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন হয়। টটেনহ্যামকে হারিয়ে ইউরোপ সেরা হয়েছিল অ্যানফিল্ডের ক্লাবটি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।