অনেক কষ্ট পেয়েছি : ভাবনা
প্রকাশিত : ০৭:৩৮ AM, ২২ সেপ্টেম্বর ২০১৯ রবিবার ২৭৮ বার পঠিত
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয় দক্ষতা দিয়ে এরই মধ্যে তিনি জয় করে নিয়েছেন দর্শকদের হৃদয়। অভিয়ের সুবাদে ছুটে চলেছেন দেশ-বিদেশে। নতুন সব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দেখছেন অনেক কিছুই। সম্প্রতি এই অভিনেত্রী ঘুরতে গিয়েছিলেন কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে। গতকাল শুক্রবার ভাবনা তার ফেসবুকে পার্কের একটি ভিডিও প্রকাশ করেছেন।
সিংহের খাঁচার ওই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন- ‘আমি কিছু দিন আগে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম, সাফারি পার্কের বিষয়টা একদম অন্য দেশের থেকে আলাদা! যাই হোক অনেক কিছুই আমার ভালো লাগেনি, তা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। কিন্তু কিছু পশু পাখিদের তারা যেভাবে রেখেছে, তা দেখে খুব খারাপ লেগেছে। বাঘ, সিংহ আছে ৪টা, এই চারটির যে পরিমানের খাবার দেওয়া দরকার সেটা তারা দেয় না। সেটা সেখানকার এক পিচ্চি ছেলে আমাদের বলল! তারা খুবই অসহায়। দেখার মতো কিছুই নেই এই পার্কে, জানি না কেন? আমরা একটা বাস নিলাম ঢোকার পর, তবে কিছুই দেখতে পারিনি সে রকম, আর যারা আছে তাদেরও যে যত্ন হয় না, তা বোঝা যাচ্ছিল।’
ভাবনার এমন পোস্টে মন্তব্য করেছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর। তিনি লিখেছেন, এটা খুবই দুঃখজনক। তার এমন মন্তব্যে ভাবনা লিখেছেন, ‘আপু আমরা গিয়ে অনেক কষ্ট পেয়েছি।’
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- dailyalokitosakal@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।