অনুস্মৃতি – মোঃ শহিদুল ইসলাম
প্রকাশিত : 10:29 PM, 6 June 2022 Monday 32 বার পঠিত
অনুস্মৃতি
মোঃ শহিদুল ইসলাম
দুপুর হলে আরিফ আমি
খেতাম সিঙাড়া,
খাওয়া শেষে ঘরে ফেরার
ছিল খুব তাড়া!
গাড়ি চড়ে আরিফ আমি
যেতম বাজার ছাড়ি,
গোসল শেষে আহার করি
ভুলে সবি আড়ি।
মাঝে মাঝে কথা হতো
মোবাইল ওই ফোনে,
সুখ-শান্তি খুঁজে পেতো
আমার এই মনে।
বিকাল হলে দেখা হতো
হাট-বাজারের মাঝে,
দোকানে বসে আরিফ শুধু
থাকতো অনেক কাজে।
দিনের শেষে আঁধার আসে
যেমন করে রোজ,
দিবানিশি আরিফ আমি
তোমায় করি খোঁজ!
পাইনা খুঁজে কোথায় আমি
দেখি চারিদিক,
আমায় ছেড়ে আরিফ এখন
দূরে আছে ঠিক!
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি Alokito Sakal'কে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
Alokito Sakal'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।